স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অপরিচ্ছন্ন খাবার পরিবেশনের দায়ে দুই রেষ্টুরেন্টকে ভ্রাম্যমান আদালতের জড়িমানা করা হয়েছে। গতকাল দুপুরে শহরের টাউন হল রোডে এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা। এ সময় হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র রমজান মাসে সাধারণ জনগণের স্বাস্থ্যকর খাবার নিশ্চিতের লক্ষ্যে অভিযান চালানো হয়। অভিযানে সাইজী খাঁজা রেস্টুরেন্টকে তিন হাজার ও অপর একটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।