আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্টেশনবাজারে একই রাতে ৫টি দোকানে চুরি হয়েছে। দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে ৬ লক্ষাধিক টাকা নিয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে। গত মঙ্গলবার রাতে তেলিয়াপড়া মসজিদ বাজারের জাহিদুল আলম, নারায়ন দাস, দুলাল মিয়ার ২ দোকান ও সাবেক চেয়ারম্যান পারভেজ চৌধুরীর মার্কেটের কাওছার মিয়ার টিনের দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে ৫ লাখ ৪৪ হাজার টাকা সহ ৫টি দোকান থেকে প্রায় ৬ লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ রুকন উদ্দিন জানান, কাওছার মিয়ার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে। খুব তাড়াতাড়ী চোর ধরা পড়বে। গত সপ্তাহে একই এলাকার নোয়াহাটি বাজারে দোকানের সাটার কেটে ৩টি ও বেকুইয়া বাজারে ১টি দোকান চুরি হয়।