স্টাফ রিপোর্টার ॥ মোঃ হাসানুজ্জামান লাখাই থানার নয়া ওসি হিসেবে যোগদান করেছেন। গতকাল তিনি যোগদান করেন। এর আগে তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় ওসির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্টোপলিটনে এবং মৌলভীবাজার জেলার জুড়ি থানায় ওসির দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি বাগেহাট জেলা সদর উপজেলার নোয়াপাড়া গ্রামে।
এদিকে কুলাউড়া থনায় ওসির দায়িত্ব পালন কালে একটি ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেফতার করায় এলাকাবাসী তাকে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করে।