ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দিনারপুর উচ্চ বিদ্যালয় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে বিদ্যালয় থেকে মোট ৩৪৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২৭৫ জন শিক্ষার্থী পাশ করেছেন। পাশের হার ৭৯.৯৪%। তার মধ্যে ৪টি গোল্ডেনসহ ৫টি জিপিএ-৫ রয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ১০৬জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১০১জন, মানবিক বিভাগ থেকে ২০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১৪১জন, ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৫ জন অংশগ্রহন করে ৩৩ জন পাশ করেছেন। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহন করে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তরা হলো নাজমুন নাহার শিফা, মেহেরুন নাহার নিলীমা, শাহ সাদিয়া সুলতানা, শেখ মুর্শেদা খাতুন। জিপিএ-৫ প্রাপ্ত হলো তোফাজ্জুল হোসেন। বিদ্যালয়ের এই অর্জনে ছাত্র, শিক্ষক, অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা লক্ষ্য করা গেছে। অনেকেই পাশ করে আনন্দে বিদ্যালয়ে মিষ্টি বিতরণ করেন। এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন তালুকদার বলেন, এমন সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। সকল শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীদের প্রাণপন প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগীতায় এমন ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।