লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে ধর্ষন মামলার পলাতক আসামী রুকেশকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১২ সালের ২৫ জুলাই রাত ৯ টায় উপজেলার বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের হিরা লাল সুত্রধরের কন্যা শিউলি সূত্রধর প্রকৃতির ডাকে ঘরের বাইরে যায়। এসময় পূর্র্ব থেকে ওৎ পেতে থাকা রাঢ়িশাল গ্রামের সুভাষ সুত্রধরের লম্পট পুত্র রুকেশ সুত্রধর (২৫) শিউলিকে জোরপূর্বক তুলে নিয়ে তার নিজ বাড়িতে এনে ধর্ষন করে। পরে গ্রামবাসীর সহায়তায় মেয়েটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে ওই বছরের ১৩ই আগষ্ট রুকেশকে প্রধান আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করেন। এর পর থেকে সে পলাতক ছিল। অবশেষে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় এসআই সামছুর রহমান নিজ বাড়ি থেকে রুকেশকে গ্রেফতার করে ।