স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ফতেহপুর ও তাজপুর দুই গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল রবিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ফতেহপুর গ্রামের নানু মিয়ার সাথে তাজপুর গ্রামের ফারুক মিয়ার পাওনা টাকা নিয়ে স্থানীয় বাজারে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। গুরুতর আহত অবস্থায় নানু মিয়া (৩২), রোকেয়া বেগম (৩৫), টেনু মিয়া (৪০), ফুল চাঁন (৩৫), সাগর (১৬), সুজন (২৫), সুমন (১৬), মরম চান (৪৫) সদর হাসপাতালে ভর্তি করা হয়।