মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে সচিব হাজী আলাউদ্দিন পরিষদ কার্যালয়ে উপস্থিত ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে বাজেট ঘোষনা করেন। বাজেটে বিভিন্ন খাত থেকে আয় দেখানো হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৫১ হাজার ৪শ ৭৬ টাকা। ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৩৭ হাজার ৭৬ টাকা। উদ্বৃত দেখানো হয়েছে ২ লাখ ১৪ হাজার ৪শ টাকা। বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেপাল দাস। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও কর্মী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।ৎ