স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান মাসকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে ২শ নারীর মাঝে ভিজিডি চাল বিতরণের উদ্বোধন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নারীদের মাঝে ৩০ কেজি করে চাল তুলে দেন তিনি। আগামী দুই বছর ধরে উপকারভোগীরা এই পরিমাণ চাল পেয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার গরীবের বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় অস্বচ্ছল মানুষদের পাশে থাকেন। তৃণমূলের জনগণকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন তার উন্নয়ন অব্যাহত রাখার দায়িত্ব নিয়েছেন শেখ হাাসিনা। এখন দরিদ্র পরিবারের সন্তানও উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা চাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। সেই লক্ষ্যেই আওয়ামী লীগ সরকার এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে যার যার জায়গায় থেকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান এমপি আবু জাহির।
এ সময় অন্যান্যের মাঝে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, ইউপি সদস্য জালাল মিয়া, ফজল মিয়া, তাজুল ইসলাম, মতিন মিয়া, জুনাইদ আহমেদ, নারী সদস্য সাজেদা খাতুন, রিনা খাতুন, রেবা খাতুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।