স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার হোসেনপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টায় এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামে শাহ আলমের সাথে মোক্তার হোসেনের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহতাবস্থায় মোক্তার হোসেন (৫০), সিজিলা বেগম (৪৫), শেফালী আক্তার (২২) ও শাহ আলম (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অনান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।