স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মুছাই থেকে ২’শ পিস ইয়াবাসহ আব্দুস সালাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে শ্রীমঙ্গল উপজেলার ষাড়েরহজ গ্রামের মৃত মহরম আলীর পুত্র। জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে ওই অফিসের পরিদর্শক মোঃ মিজানুর রহমান ও এএসআই নৃতন চন্দ্র গোস্বামীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ২’শ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটজব্দ করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য অধিদপ্তর বাদী হয়ে মামলা দায়ের করেছে।