নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা ফ্রান্স শাখা কর্তৃক আয়োজিত গরীব অসহায় দুঃস্থদের মাঝে পবিত্র রমজান উপলক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নূরুল আমিন জুয়েলের সভাপতিত্বে ও বড় শাখোয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়ার সঞ্চালনায় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৩৯টি পরিবারের মধ্যে প্রত্যেককে ৩ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। তিনি বলেন আমাদের সমাজকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। তাদের কারনে দেশ এগিয়ে যাচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় প্রতিনিধি সলিল বরণ দাশ, দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি জাকিরুল ইসলাম, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, বাংলাটিভি প্রতিনিধি মতিউর রহমান মুন্না, আহমেদ জাকারিয়া অপু, ফরহাদ আহমেদ, শাহিন তালুকদার, ছমিরুল হক, সৈয়দ মুজাহিদ আলী।