বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৩৫৪ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিথঙ্গল গ্রাম ও আখড়াবাজারে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের এমপি আবদুল মজিদ খান।
সূত্র বলেছে, ৩১ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ পেয়ে গ্রাহকরা উচ্ছ্বাসিত। ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পল্লীবিদ্যু ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হুসেন প্রমূখ।