স্টাফ রিপোর্টার ॥ অংকুরেই মিইয়ে গেলো দু’টি কঁচি প্রাণ। সদা হাসি-খুশি থেকে যারা সারা বাড়ি মাতিয়ে রাখতো তাদের ঠাঁই হলো অন্ধকার কবরে। তাদের অনুপস্থিতিতে বাড়িশুদ্ধ সবাই পাথর হয়ে গেছেন আজ। কে জানতো, শিশু দু’টির এমন করুণ মৃত্যু হবে। প্রচন্ড গরম পড়ছিলো। কোথাও ছিলো এক চিলতে সুশীতল আবেশ। তাইতো এরা নিষ্পাপ শরীর ঠান্ডা করতে নেমে যায় পুকুরে। গতকাল বৃহস্পতিবার পাঠশালা থেকে এসে হাজেরা (৯) ও আয়েশা (৭) বাড়ির পুকুরে সাঁতার কাটতে থাকে। মনের অজান্তেই এদের দেহ তলিয়ে যায় পানির নীচে। চারদিকটা নির্জন থাকায় তলিয়ে যায় পানিতে। এক পর্যায়ে বাড়ির লোকজন মেয়ে দুটিকে খুঁজতে থাকে। আশ পাশের মানুষ শিশুদের খোঁজ নিতে পুকুরে তল্লাশি চালায়। এক সময় হাজেরা ও আয়েশার নিথর দেহ আবিস্কার করা হয় পুকুর থেকে। চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে কোনা গাও গ্রামে ঘটে হৃদয় বিদারক এ ঘটনা। দুই বোনের করুণ মৃত্যুতে পুরো এলাকা শোকে আচ্ছন্ন। ফুটফুটে দুটি বোন রানীগাও আরাবিয়া কওমিয়া মাদ্রায় লেখাপড়া করতো। হাজেরা ৪র্থ ও আয়েশা ২য় শ্রেণিতে অধ্যয়নরত ছিলো। তাদের বাবার নাম আশরাফ আলী। তিনি মারা যাবার পর মা’র কাছেই বড় হচ্ছিলো হাজেরা-আয়েশা। বাবার বাড়ি থেকেই হতভাগি মা দুই কন্যাকে মানুষ করছিলেন বড় কষ্টে। নারীছেড়া ধনের করুন মৃত্যুতে ওই হতভাগি শোকে পাথর হয়ে গেছেন। বার বার মুর্ছা যাচ্ছেন তিনি।