বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সভা গত ১ মে জনতা অটো রাইস মিলে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শংকর পাল, আলহাজ্ব এমএ মোত্তালিব, আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, আলহাজ্ব মোঃ আদম আলী, আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, আলহাজ্ব হারুন মিয়া, আলহাজ্ব মঈনুল ইসলাম এখলাছ, হাজী মোঃ সফর আলী, মোঃ আমিরুল ইসলাম, মোঃ জালাল উদ্দিন খান, আলহাজ্ব হুমায়ুন কবীর রেজা, মিয়া মোঃ ইলিয়াছ, মিজানুর রহমান মিজান, মঈন উদ্দিন খান, অমীয় চন্দ্র রায়, শেখ তারেক উদ্দিন সুমন, মোঃ আব্দুর রশিদ খান, ফজলে রাব্বী রাসেল, মঈন উদ্দিন চৌধুরী সুমন, হাজী আবিদ মিয়া প্রমুখ।
সভায় আলোচনা করে সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা আহবায়ক কমিটি গঠন করা হয়। সভার ২য় অধিবেশনে আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও মিয়া মোঃ ইলিয়াছের পরিচালনায় আগামী ৩ মাসের জন্য ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক আলহাজ্ব আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আদম আলী, মোঃ জালাল উদ্দিন খান, মফিজুর রহমান বাচ্চু, আলহাজ্ব হুমায়ুন কবীর রেজা, অমীয় চন্দ্র রায় ও মঈন উদ্দিন চৌধুরী সুমন। সভায় ৫ সদস্যের নির্বাচন কমিশন ও ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার মিয়া মোঃ ইলিয়াছ ও কমিশনারগণ মঈন উদ্দিন খান, মোঃ রকিব আহমেদ, আব্দুল হান্নান ও শফিকুল ইসলাম বাবুল। আপীল বোর্ডের সদস্যরা হলেন- আলহাজ্ব এমএ মোত্তালিব, মোঃ আকবর হোসেন ও হাজী মোঃ সফর আলী। সভায় আগামী ৩০ জুলাইয়ের মধ্যে কার্যকরী কমিটি গঠনের জন্য ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।