প্রেস বিজ্ঞপ্তি ॥ লন্ডনে ”চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে” এর আত্মপ্রকাশ ঘটেছে। সৈয়দ ফরহাদ হাসানকে আহবায়ক ও আব্দুর নুর, সজল মিয়া এবং আব্দুস ছালাম সহ আরো ৭ জনকে যুগ্ম-আহবায়ক করে ৪১ সদস্যবিশিষ্ট “চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি, ইউকে গঠন করা হয়। এ উপলক্ষে গত ৩০ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডনস্হ আমারগাঁও রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ ফরহাদ হাসানের সভাপতিত্বে ও মোমিন আলীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আব্দুর নুর, সজল মিয়া, আব্দুস ছালাম, সেলিম রেজা, মুক্তাদির চৌধুরী, তাজ উদ্দিন, মহিবুর রহমান, কামরুল ইসলাম দুলাল, সালেহ বেলাল, লিয়াকত চৌধুরী, হোমায়ুন মোছা, খোকন মিয়া, মোস্তাক আহমেদ, সৈয়দ মারুফ, মোঃ শাহিন মিয়া, খলিলুর রহমান, নজরুল ইসলাম উস্তার, সাইফুল শাকিল, আশরাফ মামুন, জাহেদ প্রমুখ।