স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে একটি প্রাইভেটকার খাদে পড়ে আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে কারের ৬ যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার নারায়ণখোলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পাঁচ শিক্ষার্থী প্রাইভেটকার নিয়ে শ্রীমঙ্গলে যাচ্ছিলেন। পথিমধ্যে নারায়ণখোলা এলাকায় পৌঁছুলে একটি ট্রাককে ওভারটেক করার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন ধরে যায়। এসময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে চালকসহ যাত্রীদের উদ্ধার করলেও গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আহতরা হলেন-কক্সবাজারের বাসিন্দা শফিকুর রহমানের মেয়ে রিমা আক্তার (২৪), ঢাকার টিকাটুলী এলাকার বাসিন্দা মুখলেছুর রহমানের মেয়ে লতা আক্তার (২২), সুমী আক্তার (২২), সিলেটের সাদ্দাম হোসেন (২৫), যশোরের আল আমিন (২৬) ও প্রাইভেটকার চালক লিয়ন আহমেদ। আহতদের প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।