শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামে বসত বাড়ীতে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরেই শনিবার ভোররাতে স্বামী আলতাফ মিয়া তার স্ত্রী রুবি আক্তারের বাবার বাড়িতে আগুন দিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ক্ষতিগ্রস্ত সেই পরিবারটির পাশে দাঁড়ালেন শ্রীমঙ্গল উপজেলা জাতীয় পাটির যুগ্ম সাধারন সম্পাদক ও সমাজ সেবক মৌল্লা কবির আহমদ। রবিবার বিকেল তিনটার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া বাড়ি দেখতে যান শ্রীমঙ্গল উপজেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মৌল্লা কবির আহমেদ। সেখানে তিনি অসহায় পরিবার সাথে কথা বলেন এবং অভিযুক্ত জামাতা কে দ্রুত গ্রেফতার করেন আইনের মুখোমুখি করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এম নজরুল, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হজী মোহামদ কামাল উদ্দিন, এ সময় তিনি দিনমজুর পরিবারটির সদস্যদের হাতে নগদ কিছু অর্থ তুলে দেন।