মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের সৈয়দপুর-ইনাতগঞ্জ সড়কের কামারগাও সাইন বোর্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ইসলাম উদ্দিন (৬৫) নামে এক রাইছ মিল শ্রমিক নিহত হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল ইউনিয়নের বাসাবি গ্রামে। সে দীর্ঘদিন যাবৎ সাবেক ইউপি চেয়ারম্যান আবু শহীদ চৌধুরীর রাইছ মিলে কর্মরত ছিল। গতকাল মঙ্গলবার সকালে ইসলাম উদ্দিন কর্মস্থলে রওয়ানা দেয়। পথিমধ্যে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় জনতা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি ঘটলে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।.সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ৯টার দিকে ইসলাম উদ্দিন মারা যান।