নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের গয়াহরি শ্রীশ্রী গবিন্দ জিউড় আখড়ার সেবাইত হরিদাস মোহন্তের বিরুদ্ধে আখড়ার সম্পত্তি বন্ধক, লীজ, জমির শ্রেণী পরিবর্তন ও মাটি বিক্রি করে প্রায় কোটি টাকা ভোগ ও আত্মসাত করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত ২৫ এপ্রিল তার বিরুদ্ধে গ্রামবাসী গনস্বাক্ষর দিয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে প্রকাশ, ওই গ্রামের শ্রীশ্রী গবিন্দ জিউড় আখড়া ও তার সম্পত্তি গয়াহরি মৌজাস্থ ৮৮ খতিয়ানের ৪০৮, ৪০৯ ও ৪৮১ দাগের অবস্থিত এবং অত্যান্ত প্রাচীন ও স্বনামধন্য আখড়া। সনাতন ধর্ম মতে বিভিন্ন সেবাইত আখড়ার সম্পত্তি দেখাশোনা ও রক্ষণাবেক্ষণসহ সেবা ও পূজা চালিয়ে যান। এমনকি সনাতন ধর্মের রীতি অনুযায়ী সেবাইতগণ অবিবাহিত থাকেন এবং বিভিন্ন শিষ্যদের পোষ্য হিসেবে লালন-পালন করে সেবাইত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে যান। এরই ধারাবাহিকতায় উক্ত আখড়ার পুর্বের সেবায়েত শ্রী চৈতন্য চরন দাস মোহন্তের পরে দায়িত্ব পান হরিদাস মোহন্ত। কিন্তু তিনি দায়িত্ব পাবার পর সম্প্রতি গ্রামবাসীকে না জানিয়ে আখড়ার প্রায় ২০ একর ভূমি সম্পত্তি বন্ধক, লীজ, শ্রেণী পরিবর্তন, মাটি বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আত্মসাত করেন। গ্রামবাসী আখড়ার জমির শ্রেণী পরিবর্তন ও মাটি বিক্রির ব্যাপারে হিসাব-নিকাশ চাইলে তাদেরকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন সেবাইত হরিদাস মোহন্ত। কোন উপায় না পেয়ে গ্রামবাসী মধ্যে প্রায় অর্ধ শতাধিক লোক স্বাক্ষরিত একটি অভিযোগ গত ২৫ এপ্রিল নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গণি ওসমানীর নিকট দায়ের করেন। অভিযোগে সেবাইত হরিদাস মোহন্ত এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ধর্মীয় প্রতিষ্টানকে রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
অপর একটি সুত্রে জানা যায়, আখড়ার সেবাইত হরিদাস মোহন্ত দু’ফসলার কোটি টাকা জমি প্রায় ৭/৮ লাখ টাকার বিনিময়ে স্থানীয় কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব এর নিকট লীজ দেন। লীজ নিয়ে কাউন্সিলর জমির মাটি কেটে বিশাল পুকুর তৈরী করেছেন। এছাড়াও আরও বিভিন্ন জায়গা এভাবে নামে বেনামে লীজ দিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছেন।