প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বায়তুল আমান জামে মসজিদের পার্শ্বের রাস্তা আরসিসি করনের কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস এ রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন। হবিগঞ্জ পৌরসভার টাউন হল কোয়ার্টার এলাকায় এডঃ মোঃ আবু জাহির এমপি এবং এডঃ মোঃ মজিদ খান এমপির বাসভবন সম্মূখস্থ হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন যাবত ভগ্নদশায় ছিল। ঢালাই কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর খালেদা জুয়েল, উপসহকারী প্রকৌশলী দিলীপ দাস, হবিগঞ্জ পৌরকর্মচারী সংসদের সাবেক সভাপতি ও বিশিষ্ট কন্ঠশিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, সুদীপ দাস, নাজমুল মোস্তাফাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ১০ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিলের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।