নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের উন্নয়নে ২০১৯-২০ অর্থবছরে ২ কোটি, ছাব্বিশ লক্ষ, ৯৪ হাজার ২শত ৬৭ টাকার ব্যয় ধরে উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। ২ কোটি ৩০ লক্ষ ১ হাজার ৪ শত ৩১ টাকা আয় এবং ৩ লক্ষ ৭ হাজার ১ শত ৬৪ টাকা উদ্ধৃত রেখে ওই বাজেট ঘোষিত হয়। গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় ওই ব্যয়ের ঘোষণা দেয়া হয়। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ পারছু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদ বিন হাসান। ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ি কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত, ইউপি সদস্য শাহ শামছুল ইসলাম সুজন, মোঃ আল আমিন খাঁন, মোঃ আব্দুস সোবহান, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ গোলাম রব্বানী, নজির মিয়া, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দাশ, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ কামাল হাছান চৌধুরী, স্বাস্থ্য সহকারী মোঃ জালাল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ জালাল আহমদ এবং গীতা পাঠ করেন সজল চন্দ্র দাশ। আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বাজেট সভা শেষে হত দরিদ্রদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়।