মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ ৫২ পিস ইয়াবা সহ দিপু আহমেদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দিপু ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত গ্রামের রাব্বুল আহমেদ এর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত রাত ১২ টার দিকে ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্জ শামসুদ্দিন খান ও এসআই ইমরান আহমেদ ইনাতগঞ্জ ইউনিয়নের চরগাও এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহজনক ভাবে ঘুরাফেরা কালে পুলিশ দিপুকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।