স্টফ রিপোর্টার ॥ দফাদার হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী সাবেক জেলা ছাত্রদল নেতা শহীদুল আলম চৌধুরী আকিক (৩৫) কে অবশেষে গ্রেফতার করেছে বানিয়াচং থানার পুলিশ।
গত রবিবার বিকেলে বানিয়াচং থানার এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ শহরের পুরান মুন্সেফী এলকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি বানিয়াচং উপজেলার মকা গ্রামের বাসিন্দা। সম্প্রতি মকা গ্রামের দফাদার খুন হওয়ার ঘটনায় আকিককে ওই মামলায় আসামী ভূক্ত করা হয়।