মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঘরের ভেতরে মাটির নিচে পাকা করে মাদক রাখার আস্তানায় অভিযান চালিয়ে বেশ কিছু মাদক উদ্ধার ও বাড়ির মালিক মাদক ব্যবসায়ী ইয়াছিন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সোমবার সকালে তেলিয়াপাড়া বর্ডিং এলাকার ইয়াছিন মিয়ার বাড়িতে গোপন আস্তানায় অভিযান চালায় তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রুক্কন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এ বাড়িতে অভিযান চালায়। এক পর্যায়ে ঘরের ভিতরে মাটির নিচে পাকা করা একটি মাদক রাখার গোপন আস্তানার সন্ধান পান। এতে তল্লাশী চালিয়ে ভারতীয় মদ কিং ফিসার বিয়ার ২৪ বোতল, ওয়াইট মেজিক ২৬ বোতল, ভারতীয় মদ সিগনেচার ২ বোতল উদ্ধার করেন।
এ ঘটনায় মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।