স্টাফ রিপোর্টার ॥ ৭ দফা দাবিতে হবিগঞ্জে পরিবহন ধর্মঘট করেছে শ্রমিক ইউনিয়ন। ফলে জেলার সকল অভ্যন্তরিন সড়কে কোন ধরণের যানবাহন চলাচল করেনি। সিলেট বিভাগ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাথে একাত্মতা প্রকাশ করে গতকাল সোমবার সকাল থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট চলে সন্ধ্যা পর্যন্ত। এদিকে সকাল থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে বিপাকে পড়েন যাত্রীরা। বিশেষ করে চাকরীজীবী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। শ্রমিকরা জানিয়েছেন, হয়রানি বন্ধসহ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে। অপরদিকে যাত্রীদের দাবি, পরিবহন শ্রমিকরা কথায় কথায় কোন ধরনের অজুহাত ছাড়াই পরিহন ধর্মঘট ডেকে ভোগান্তি বাড়াচ্ছে। ভোগানিন্তর শিকার যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গাড়ি চাপা দিয়ে মানুষ মারবেন অথচ বিচার হবেনা এটা কেমন দাবি।