শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে বাড়ির ছাদে ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিচে পড়ে টেনু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি শায়েস্তাগঞ্জ থানার শ্রীরামপুর গ্রামে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সুতাং বাজারে এ ঘটনাটি ঘটেছে। ওই সময়ে তিনি সুতাং বাজারে তারই শ্যালকের দোকানের ছাদের ওপর ময়লা পরিষ্কার করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে পড়ে যান। আশপাশের লোকজন সাথে সাথে টেনু মিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন।