স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। দায়িত্বভার গ্রহণ করে তারা নবীগঞ্জ উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সততা ও নিষ্টার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে উপজেলার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা দোয়া ও আশির্বাদ কামনা করেছেন তারা।