প্রেস বিজ্ঞপ্তি ॥ দৈনিক ভোরের কাগজ, দৈনিক প্রতিদিনের বাণী ও ৭১ বাংলা টেলিভিশনের বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন। গত রবিবার ২৮ এপ্রিল ২০১৮ খ্রিষ্টাব্দ সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, তিনি রোড এক্সিডেন্টে একটি পা অর্ধবিকল অবস্থায় আছেন। সম্প্রতি পায়ের সমস্যাসহ শারীরিক অন্যান্য সমস্যা আরো গুরুতর হয়েছে। এর ফলে তিনি হবিগঞ্জ জেলা কৃষকদল এর ক্রীড়া সম্পাদক, বানিয়াচং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও বানিয়াচং ২নং ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য পদ এর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। তাই তিনি বিএনপি ও জাতীয়তাবাদী কৃষকদলের সকল পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন।