স্টাফ রিপোর্টার ॥ এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক খোয়াই’র সিনিয়র রিপোর্টার এসএম সুরুজ আলীর পিতা মোঃ আজাদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সংবাদপত্রে যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন-হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি লাখাই উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডঃ ছালেহ উদ্দিন আহমেদ, বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমেদ, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান ও অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ফ্রান্স প্রবাসী ফেরদৌস করিম আখনজী, সহকারি পুলিশ সুপার নায়ানুল বারী আখনজী তারন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, এশিয়ান টিভি এ্যাডভাইজার রায়হান মামুন, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আউয়াল, এনামুল হক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক ফারজানা আখনজী, ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, হবিগঞ্জ জার্নালিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের পরিচালক অলিউর রহমান, জেলা সাংবাদিক ফোরাম এর সাবেক সভাপতি মশিউর রহমান শামীম, জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আয়ুব আল আনছারী, ইংল্যান্ড প্রবাসী সালেহ আহমেদ, সাংবাদিক আবুল কালাম আজাদ, মুহিদ আহমেদ চৌধুরী, আব্দুল কুদ্দুছ বিশ্বাস, শেখ হারুনুর রশীদ, সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়াল, ছাত্রলীগ নেতা কাজী আমীন, মোফাজ্জল হোসেন, ছাত্রদল নেতা কাজী তোফাজ্জল, লাখাই উপজেলা বুল্লা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল আলম জসিম, আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খালেদুর রশিদ ঝলক। তারা সংবাদপত্রের বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বুধবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।