প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি এ্যাকশন প্ল্যান বাস্তবায়ন বিষয়ক রিফ্রেসার প্রশিক্ষণ। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় হবিগঞ্জ পৌরসভা সোমবার দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। এ প্রশিক্ষণের অংশগ্রহনকারী হিসেবে উল্লেখ করা হয় মেয়র, কাউন্সিলর, সচিব, পৌরসভার প্রকৌশলী, বস্তি উন্নয়ন কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সদস্য সচিব, দারিদ্র শ্রেনীর প্রতিনিধি, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার এবং এলসিডিএ। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস বলেন, পৌর এলাকার বস্তিবাসীর জীবনমান উন্নয়নে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ইতিপূর্বে নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ভবিষ্যতেও বস্তি এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ইত্যাদি লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভা কর্মসূচী পালন করবে। প্রশিক্ষণ পরিচালনা করেন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পে আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার হাফিজুর রহমান। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ প্রমুখ।