বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং মুক্তিযোদ্ধা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলনে কমান্ডার পদে যুদ্ধকালীন কমান্ডার ও এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র পান্ডে দোলনকে প্রার্থী হবার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। গতকাল বুধবার দুপুরে সাবরেজিষ্ট্রার অফিস প্রাঙ্গণে সভা করে মুক্তিযোদ্ধারা তার কাছে এ দাবি জানান। এ পরিপ্রেক্ষিতে সভায় উপস্থিত রমেশ চন্দ্র পান্ডে দোলন প্রার্থী হবার সম্মতি প্রকাশ করেছেন। ২০১০ সনের ২৬ জুন বানিয়াচং মুক্তিযোদ্ধা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমান কমিটির মেয়াদোর্ত্তীণ হওয়ায় খুব শ্রীঘ্রই মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলনের তপশীল ঘোষণা করা হবে বলে বৈঠক সূত্র জানায়। বীর মুক্তিযোদ্ধা ও আদর্শ হাইস্কুলের সিনিয়র শিক্ষক রতীশ রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধনমিয়া, মুক্তিযোদ্ধা নিশি কান্ত তালুকদার, জালাল উদ্দিন ময়না, মঞ্জিল মিয়া, আব্দুল কাদির তুফানি, আব্দুর রহমান, প্রবোধ দাস, চিত্তরঞ্জন দাস, কগেন্দ্র চৌধুরী, মো: আবু সাইদ, মো: আলী হায়দার, আলহাজ্ব মো: মোছাব্বির হোসেন, গিয়াস উদ্দিন মাস্টার, সুধা রঞ্জন দাস, আলহাজ্ব আব্দুল হাই, অসিত দাস প্রমূখ।