সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জে একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা-মা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
  • ৫৪৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের তিমিরপুর এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র অনিক দত্তের পরিবারে চলছে শোকের মাতম। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে অনিক দত্তের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা হয় এ প্রতিবেদকের। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ মা ভাবনা রানী দত্ত বাবা পল্লী চিকিৎসক অলক দত্ত। ভাইয়ের শোকে বার বার মুর্চা যাচ্ছিলেন বোন অমি রানী দত্ত মনি। দুই ভাই-বোনের মধ্যে অনিক দত্ত ছোট। বড় বোন অমি রানী দত্ত মনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। তিনি এ বছর প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে মাটার্স শেষ করেছেন। দুর্ঘটনায় নিহত অনিক দত্ত ২০১৬ সালে নবীগঞ্জের বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০১৮ সালে শচীন্দ্র কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনিক হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজে ডিগ্রীতে ভর্তি হয়। লেখাপড়ার পাশাপাশি অনিক খেলাধুলায়ও ছিল পারদর্শী। এছাড়াও অনিক দত্ত কয়েক মাস পূর্বে ফার্মাসিস্টের কোর্স সম্পন্ন করেছে। গত (২৩ এপ্রিল) মঙ্গলবার বিকেলে নবীগঞ্জের তিমিরপুর এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় মেধাবী ছাত্র অনিক দত্ত। পরে রাতে নিজ বাড়িতে অনিকের দাহ সম্পন্ন হয়। অন্যদিকে পরিবারের একমাত্র ছেলের শোকে যখন ঘোটা পরিবার স্তব্ধ ওই দিন রাতেই রসুলগঞ্জ বাজারে অনিকের বাবা পল্লী চিকিৎসক অলক দত্তের পার্বতী নামের ফার্মেসির দোকান চুরি করে একদল সড়ঘবদ্ধ চোর। এ সময় নগদ টাকাসহ ৭-৮ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। এদিকে চুরির ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। মানবতা কোথায় নেমেছে ! ঘুরেফিরে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলসহ নবীগঞ্জ বাসীর মনে। নিহত অনিকের পিতা পল্লী চিকিৎসক অলক দত্ত কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে অনিক কয়েক বছর ধরে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরেছে, কিন্তু আমি দিচ্ছিলাম না, গত মাস তিনেক আগে অপারগ হয়ে ছেলেকে পালসার মোটর সাইকেল কিনে দেই। তখন কী আর জানতাম এই সাইকেলেই কাল হয়ে দাঁড়াবে আমার ছেলের জন্য ! সাইকেল কিনে দেয়ার পর পর তার নিরাপত্তার স্বার্থে আমি হেলমেট কিনে দিয়েছি। ছেলের কোনো চাহিদা আমি অপূর্ণ রাখিনি। পাশাপাশি শাসনও করেছি। সব সময় অন্যায় অসঙ্গতিতে সোচ্চার ছিল অনিক। সারাজীবন আমি মানুষকে ডাক্তারি সেবা দিয়ে গেছি, মানবতার কাজে নিজেকে নিয়জিত রেখেছি কিন্তু। ঈশ্বরের ইচ্ছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক ভাবে আমার ছেলেকে প্রাণ দিতে হয়েছে। দূর্ঘটনার পর পর আমার ছেলে রক্তাক্ত অবস্থায় আমায় ফোন দিয়ে বলেছে বাবা আমি এক্সিডেন্ট করেছি, এই কথা বলেই ফোন কেটে দেয়। এই কথাই ছিল আমার সাথে আমার ছেলের শেষ কথা। আমার ছেলের রুম, পড়ার টেবিল আজ নিস্তব্ধ হয়ে পড়ে রয়েছে।
পাগলের ন্যায় একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা ভাবনা রানী দত্ত । তিনি এক্সপ্রেসকে বলেন, অনিক সব সময় মাছ-মাংস থেকে ভালোবাসতো, গত কিছুদিন পূর্বে আমাদের এক আত্মীয় মারা যান। এরপর থেকে ধর্মীয় নীতি অনুসারে নিরামিষ খেয়ে আসছে অনিক। বার বার মাংস ও মাছ খেতে চাইতো অনিক কিন্তু। আমি বুঝিয়ে বলতাম যে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে মাছ-মাংস খাবি বাবা। এত বড় ছেলেকে প্রতিদিন নিজ হাতে ভাত খাইয়ে দিতাম, অল্প খেয়েই অনিক বলতো মা আমার পেট ভরে গেছে, তোমার হাতে কী জাদু আছে নাকি ! সাইকেল কিনে দেয়ার ব্যাপারে আমি বার বার না করেছি কিন্তু ছেলে আমার কথা শোনেনি, ছেলের জেদের বসে তার বাবা সাইকেল কিনে দেন। এই সাইকেল আমার ছেলেকে কেড়ে নিল। এসব বলে বলে বার বার মুর্চা যাচ্ছিলেন অনিকের মা। এদিকে অনিকের মৃত্যুতে মুরাদপুর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com