স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর খাঁ-হাটি থেকে দুইসহোদরসহ তিন গাঁজাখোরকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদক দ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতরা হল মৃত আজিজ খানের পুত্র রহমত আলী (৫০) ও তার ছোট ভাই নুর উদ্দিন (৪৫)। এ ছাড়াও হাজী হাটি এলাকার আছকির মিয়ার পুত্র ছায়েদ মিয়া (২৫)। এ ব্যাপারে ওই এসআই বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরন করেন।