স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলী অপহরণের দু’বছর পূর্ণ হওয়ায় এবং অক্ষত অবস্থায় তাঁকে ফেরতের দাবীতে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল এর উদ্যোগে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোঃ আমিনুর রশীদ এমরান এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম জি মোহিত, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সদস্য নজরুল ইসলাম মিজান, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক এডভোকেট ছগীর আহমেদ সাজ্জাদ, এডভোকেট আফজাল হোসেন, এম.এ মন্নান, এজাজ ঠাকুর চৌধুরী, জেলা ওলমা দলের আহ্বায়ক ক্বারী মোঃ কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক কাশেম বিল্লাহ নোমান, জেলা বিএনপি নেতা মোঃ আজম উদ্দীন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহম্মেদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ আব্দুল আহাদ, সাহাব উদ্দিন, ছাত্রদল নেতা হাসবী সাইদ চৌধুরী, মোঃ আব্দুল কাইয়ুম, রুবেল চৌধুরী, জহিরুল ইসলাম শরীফ, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ মোঃ সোহেল, আলমপনা চৌধুরী মাসুদ, মসিউর রহমান সাচ্চুু, মোঃ সামছুদ্দীন, মোজাম্মেল হক, এডভোকেট আলমগীর, মহিবুল ইসলাম সোহেল, ছালেহ আহমদ, আক্কাছ আলী, সাইফুর রহমান রিপন প্রমূখ।