ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ সড়কে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রের প্রাণ গেছে। এ সময় আহত হয়েছে আরো একজন। নিহতের নাম অনিক দত্ত (২২)। তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের ডা: অলক দত্তের ছেলে। অনিক দত্ত হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র ছিলেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে মোটরসাইলযোগে নবীগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন অনিক দত্ত ও তার বন্ধু শুভ। নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর গ্রামের কাছে পৌছুলে ধান বোঝাই একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ড-১১-৪২৬৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় অনিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে শেরপুর এলাকায় অনিক মারা যান। এদিকে এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় কবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানা নিয়ে যান। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।
অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ। তিনি জানান, এ দুর্ঘটনা সত্যিই দুঃখজনক। অনিকের আত্মার শান্তি কামনা করছি। নবীগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসেন দুর্ঘটনায় কলেজ ছাত্র অনিকের নিহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।