আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের শিবপাশার ১০টি চুরি, ডাকাতি, মাদক ও হত্যা মামলার পলাতক আসামী জুলহাসকে পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার ও এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ গতকাল রাত সাড়ে ৯টার দিকে শিবপাশা গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশ জুলহাসকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জুলহাসের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ ১০টি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
গ্রেফতারকৃত জুলহাস মিয়া আজমিরীগঞ্জ উপজেলার যশকেশুরী গ্রামের মৃত আইছু মিয়ার পুত্র।