স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদ এলাকার চাউল ব্যবসায়ী মাসুম ট্রেডার্সের স্বত্তাধিকারী সাইফুল ইসলাম (৪৫)কে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তার সাথে থাকা নগদ টাকা এবং মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হয়েছে। সাইফুল ইসলাম শহরের নাতিরাবাদ এলাকার মৃত আবুল হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ব্যবসা প্রতিষ্ঠান তালা দিয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি জামে মসজিদ এলাকায় পৌছুলে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে মারধর করে তার সাথে থাকা টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। সাইফুলের শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি সাহিদুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তবে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।