নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের কাজী ক্যাবল নেটওয়ার্ক মালিক কাজী শামীম রেজার পৌর এলকার ওসমানী রোডের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে শহরের ওসমানী রোডে বাসিন্দা কাজী শামীম রেজার বাসার উত্তর পার্শ্বের জানালা ভেঙ্গে একদল চোর ঘরের ভিতর প্রবেশ করে। এসময় ঘরের সবাই ঘুমে ছিলেন। এ সুযোগে চুরেরা ৩টি মোবাইল, ২টি ভিডিও গেইম, নগদ টাকা, গাড়ির কাগজ, চেকবইসহ দামি আসবাবপত্র লুঠে নিয়ে যায়। ঘুম থেকে উঠে পরিবারের লোকজন জিনিসপত্র তছনছ থেকে চিৎকার শুরু করেন। গতকাল মঙ্গলবার সকালে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের সেকেন্ড অফিসার সামছুল ইসলাম ও পার্থ বড়ুয়া ঘটনাস্থল পরির্দশন করেন। রাতে ব্যবসায়ী কাজী শামীম রেজা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।