প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা মজলিশে শুরা সদস্য ও উপজেলা আমীর সেক্রেটারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, সিলেট অঞ্চল টিমের সদস্য মৌলভীবাজার জেলা জাময়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব। জেলা আমীর মাও: মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাও: মুশাহীদ আলীর পরিচালনায় উক্ত সমাবেশে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষ্যে সার্বিক কাজের পর্যালোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম মতলিব বলেন, আওয়ামী লীগ নিজেকে সরকারে টিকিয়ে রাখতে জনমতকে উপেক্ষা করে অগণতান্ত্রিক আচরণের ধারা অব্যাহত রেখেছে। একের পর এক সরকারের অগণতান্ত্রিক আচরণ দেশকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। জামায়াত নেতৃবৃন্দের উপর অব্যাহত জুলুম, নির্যাতনে তাদের প্রতি জনগণের সহানুভূতি, ভালবাসা ও সমর্থন ব্যাপক বৃদ্ধি পাওয়ায় তারা নিজ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে আওয়ামী সরকার দিশেহারা হয়ে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ রাখার যে বে-আইনী সিদ্ধান্ত গ্রহন করেছে জনগণ তা জীবন দিয়ে হলেও রুখবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী আলী আজম সিদ্দিকী, জেলা বায়তুল মাল সেক্রেটারী আলহাজ্জ আব্দুর রহমান, সহকারী সেক্রেটারী লুৎফুর রহমান, জেলা প্রচার সম্পাদক প্রভাষক সাদিকুর রহমান। উপস্থিত ছিলেন পৌর আমীর, জেলা কর্মপরিষদ সদস্য কাজী মহসিন আহমদ ও পৌর সেক্রেটারী, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশিম, জেলা মজলিশে শুরা সদস্য ইউপি চেয়ারম্যান মাও: হাবিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা আমীর মাও: আশরাফ আলী, মাধবপুর উপজেলা আমীর মাও: আব্দুশ শহীদ, বানিয়াচং উপজেলা আমীর মাও: আব্দুর রাজ্জাক খান, আজমিরিগঞ্জ উপজেলা আমীর সোয়েব পাশা, চুনারুঘাট উপজেলা আমীর মাও: ইদ্রিস আলী, নবীগঞ্জ পৌর আমীর সাইদুল হক চেীধুরী, বাহুবল উপজেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, শায়েস্তাগঞ্জ থানা আমীর আবুল আরকাম, নবীগঞ্জ উপজেলা সেক্রেটারী আব্দুর রহীম, বানিয়াচং উপজেলা সেক্রেটারী মাও: মুজিবুর রহমান, চুনারুঘাট উপজেলা সেক্রেটারী হাফেজ কামরুল ইসলাম, আজমিরিগঞ্জ উপজেলা সেক্রেটারী আমিরুল হক তালুকদার, শায়েস্তাগঞ্জ থানা সেক্রেটারী ইয়াসির খাঁন, নবীগঞ্জ পৌর সেক্রেটারী আহমদ হোসাইন, সদর উপজেলা সেক্রেটারী আব্দুল জলিল প্রমুখ।