বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপনের জানাযায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাযায় অংশ নিয়ে মেষ বিদা জানিয়েন। শুক্রবার সকাল ১১টায় বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা মাঠে রাজনীতিবীদ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী, উলামায়ে কেরাম, ছাত্র-শিক্ষক ও সাধারণ মানুষরা তার জানাযায় অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, ডা. ইসতিয়াক আহমেদ রাজ, সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাবের উপদেষ্টা নূরুল ইসলাম মনি, মাওঃ নূরুল আমীন, এম সাজিদুর রহমান, সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, এম এ মজিদ তালুকদার, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, নির্বাহী সদস্য সামিউল ইসলাম, হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, নেছার আহমেদ টেনু, বশির আহমেদ, ফরিদ মিয়া তালুকদার, মখলিছুর রহমান, শেখ সুহেল আহমেদ, অলিউর রহমান অলি, আব্দুল মোছাব্বির শাহিন, মোঃ আয়াত আলী প্রমুখ।
ব্রেইন টিউমারে আক্রান্ত রিপন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, বাহুবল উপজেলা সদরের উজিরপুর গ্রামের মোঃ ফুল মিয়া এর পুত্র উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপন ৪ ভাইয়ের মধ্যে সবার বড়। কিছুদিন পূর্বে সে মাথায় প্রচন্ড ব্যথা অনুভুত করলে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন। পরে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করলে চোখের চিকিৎসকের পরামর্শ নেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিউরো সার্জারী চিকিৎসকের কাছে প্রেরণ করা হয়। ঢাকার ধানমন্ডীস্থ মেডিনোভা হাসপাতালের নিউরো সার্জন ডা. আনোয়ার উল্লার তত্ত্ববধানে চিকিৎসা নিতে গিয়ে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে গত ২ এপ্রিল ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে ভর্তি হয় সে। পরে গত ৮ এপ্রিল রিপনের সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়। অস্ত্রোপাচার শেষে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। তবে বৃস্পতিবার বিকালে হঠাৎ সে সকল মানুষের ভালোবাসা ডিঙ্গে মৃত্যুর কুলে ঢলে পরে।