স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কোন গ্রামে মাটির রাস্তা এবং সাঁকো থাকবে না। আগামী প্রায় আড়াই বছরে হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের সকল কাঁচা রাস্তা অন্তত ইট সলিং করা হবে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, আমার ছাত্রজীবন, রাজনীতি, পেশাগত জীবন সবই এই হবিগঞ্জ শহরকেন্দ্রীক। আমি প্রচার বিমুখ মানুষ। আমার এ দুর্বলতাটিকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য এসএ টিভি প্রতিনিধি আব্দুর রউফ সেলিম। সভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইত্তেফাকের হবিগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি ডেইলী সানের হবিগঞ্জ প্রতিনিধি শফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, সাবেক সভাপতি প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি বাংলাভিশনের হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সবুজ সিলেটের হবিগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, সাবেক সাধারণ সম্পাদক চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোহম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল২৪ প্রতিনিধি রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি প্রদীপ দাশ সাগর, সাধারণ সম্পাদক ছানু মিয়া, সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক হবিগঞ্জের আয়নার সম্পাদক রাশেদ আহমদ খান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক প্রভাকর সম্পাদক আব্দুল হালিম, হবিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জিয়া উদ্দিন দুলাল, মাছরাঙ্গা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, দৈনিক খোয়াই’র বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, নিউজ ২৪ প্রতিনিধি শ্রীকান্ত গোপ, চ্যানেল ৯ প্রতিনিধি সুকান্ত গোপ, স্বদেশ বার্তার সাংবাদিক মুজিবুর রহমান, নুরুজ্জামান ভূইয়া মামুন, মানবকণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি আবু হাসিম খান চৌধুরী পাবেল, জিটিভি’র হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন, বাংলানিউজের হবিগঞ্জ প্রতিনিধি বদরুল আলম, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, দৈনিক আলোর জগত প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, সহিবুর রহমান, এম এ ওয়াহেদ, দৈনিক খোয়াইর স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, মোঃ নায়েব হোসেন, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, প্রিয় ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ সজলু, কাজী মিজানুর রহমান, রহমত আলী, মোহাম্মদ শাহ আলম, দৈনিক দিনের শেষে’র প্রতিনিধি শাহ কামাল সাগর প্রমুখ।