বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ব্রেইন টিউমারে আক্রান্ত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপন ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি…….রাজিউন)। সে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তার মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজন নিশ্চিত করেছেন। আজ (শুক্রবার) সকাল ১১টায় বাহুবল কাসিমুল উলুম মাদরাসায় তার জানাযা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বাহুবল উপজেলা সদরের উজিরপুর গ্রামের মোঃ ফুল মিয়া-এর পুত্র উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপন ৪ ভাইয়ের মধ্যে সবার বড়। কিছুদিন পূর্বে সে মাথায় প্রচন্ড ব্যথা অনুভুত করলে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন। পরে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করলে চোখের চিকিৎসকের পরামর্শ নেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিউরো সার্জারী চিকিৎসকের কাছে প্রেরণ করা হয়। ঢাকার ধানমন্ডীস্থ মেডিনোভা হাসপাতালের নিউরো সার্জন ডা. আনোয়ার উল্লার তত্ত্ববধানে চিকিৎসা নিতে গিয়ে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে গত ২ এপ্রিল ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে ভর্তি হয় সে। পরে গত ৮ এপ্রিল রিপনের সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়। অস্ত্রোপাচার শেষে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। তবে বৃস্পতিবার বিকালে হঠাৎ সে সকল মানুষের ভালোবাসা ডিঙ্গে মৃত্যুর কুলে ঢলে পরে।