ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামী জাকারিয়া আহমেদ (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার থেকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ তাকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত জাকারিয়া আহমেদ উপজেলার পানিউমদা ইউনিয়নের আলীপুর গ্রামের আব্দুল ওয়াহিদ এর পুত্র।
জানা যায়, গত ২০ মার্চ উপজেলার পানিউমদা ইউনিয়নের শংকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ওই ছাত্রীর পিতা একজন কৃষক। কৃষিকাজের জন্য ওই ছাত্রীর পিতা বাড়িতে না থাকলে ওই ছাত্রীই নিকটবর্তী হাওরে চড়ানো গরু-বাছুর বাড়িতে নিয়ে আসেন। গত ২০ মার্চ বিকেলে ছাত্রী গরু আনতে বাড়ির পশ্চিমে মাঝেরকান্দি হাওরে যায়। সেখানে তাকে একা পেয়ে জাকারিয়া জোরপূর্বক ধর্ষণ করে। জনৈক ব্যক্তি দূর থেকে ঘটনা দেখে এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। সাথে সাথে ওই ব্যক্তি ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৬ মার্চ ভিকটিমের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার জাকারিয়াকে গ্রেফতার করে।
এদিকে এ ঘটনায় ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে ধর্ষণকারীকে গ্রেফতারপূর্বক শাস্তির দাবীতে শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়ের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. কাওছার আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশকে সঙ্গে নিয়ে ধর্ষণ মামলার আসামী জাকারিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলার আসামী জাকারিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।