প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় টাটা পিকআপ শো-রুম উদ্ভোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ শোরুম উদ্ভোধন করা হয়। এ উপলক্ষে ৩ দিন ব্যাপী এ টাটা পিকআপ বিক্রয় মেলা চলবে। মেলার ১ম দিনে ১৬টি পিকআপ ভ্যান বিক্রয় করা হয়। এতে বক্তব্য রাখেন নিটল মটরস লিঃ এর প্রোডাক্টস পিকআপ ডিভিশন তানভীর হাসান। উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ব্রাঞ্চ ম্যানেজার গাউসুল আজম খানঁ। ভারপ্রাপ্ত পৌর মেয়র দিলীপ দাস, মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, সঞ্চালনা করেন, মুন্সি মাজেদুর রহমান পিন্টু ও হাবিবুর রহমান। তানভীর হাসান তার বক্তব্যে বলেন, নিটল মটরস বিশ্বের একটি প্রতিষ্ঠিত কোম্পানী আমরা নগদ ও সহজ কিস্তিতে গাড়ী প্রদান করি এবং গ্রাহকদের সর্বোচ্চ মুল্যায়ন করি। মেলায় র্যাপেল ড্র অনুষ্ঠিত হয়।