স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টমটম ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী ওমরাহ্ পালনের জন্য পাসপোর্ট নবায়ন করতে হবিগঞ্জে আসেন। শহরের খোয়াই মুখ থেকে টমটযোগে পাসপোর্ট অফিসে যাওয়ার সময় তাঁকে বহনকারী টমটম ও রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে প্রথমে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।