স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম গত ১৬ এপ্রিল শপথ গ্রহণের পর গতকাল ১৭ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেছেন। প্রথম দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে উপজেলা পরিষদ দিনভর ছিল উৎসব মুখর। উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন উপজেলা পরিষদে। এদিকে প্রথম দায়িত্ব গ্রহণ করেই ব্যস্তদিন কাটিয়েছেন মোতাচ্ছিরুল ইসলাম। গতকাল উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা, উপজেলা আইন শৃংখলা কমিটির অনুষ্ঠিত হয়। এছাড়া প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসব সভায় এডঃ মোঃ আবু জাহির এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মাসিক সভায় নবনির্বাচিত চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বিভিন্ন কোম্পানীর বর্জ্য ও ময়লা সুতাং নদীর পানি বিনষ্ট এবং পরিবেশ দুষনের বিষয়টি উপস্থাপন করেন। এ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়। বিস্তারিত আলোচনা শেষে নবনির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে আহ্বায়ক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেলকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি দ্রুততম সময়ের মধ্যে উল্লেখিত বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।