স্টাফ রিপোর্টার ॥ প্রাইম ব্যাংকের ২৪তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ শাখায় বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়। কর্মসুচির অংশ হিসেবে ব্যাংকে আগত গ্রাহকদের দিনভর মিষ্টিমুখ করানো হয়। হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক অরুনাংশু কুমার দাস ব্যাংকে আগত গ্রাহকদের স্বাগত জানান। সন্ধ্যায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, গোলাম মোস্তফা রফিক, ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুর রহমান বাবুল, মহিবুল ইসলাম শাহীন, শামীম আহমেদ ছাড়াও ব্যাংকের ব্যবস্থাপক অরুনাংশু কুমার দাসসহ সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।