প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ ১১দফা দাবি বাস্তবায়নের লক্ষে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে প্রতীকি অনশন ও মহাপরিচালক বরাবরে চুনারুঘাট শিক্ষা অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ প্রতীকি অনশন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেনের নিকট এক স্মারক লিপি প্রদান করেছেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আলী ও সদস্য সচিব শ্যামল দেব, সহকারী শিক্ষক আব্দুল কদ্দুছ, বশির আহমেদ, শামসু মিয়াসহ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।