প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি ও বৃহত্তর সিলেট এর কৃতিসন্তান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি জননেতা এম ইলিয়াছ আলী’র সন্ধানের দাবীতে গতকাল সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ প্রেসক্লাবে জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন-হবিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, সাবেক সদস্য এডভোকেট মোঃ আব্দুল হাই, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম মতিন, বাহুবল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র সাবেক সদস্য ও জেলা ওলামাদল সভাপতি ক্বারী মোঃ কবির হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা তাঁতীদল আহ্বায়ক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক সর্দার এম এ মন্নান, রিচি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ওলামাদল সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ্ নোমান, জেলা তাঁতীদল সিনিয়র যুগ্ম আহবায়ক শফি কাইয়ূম, জেলা স্বেচ্ছাসেবকদল সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, মুকিম চৌধুরী, জেলা ওলামাদল সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান, জেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান, মোফাজ্জল হোসেন রাজু, শেখ আজিজুর রহমান, শেখ সোহেল, শামীম ওসমান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ রাসেল, কামাল আহমদ, সুমন মিয়া, জেলা তাঁতীদল যুগ্ম আহবায়ক লিটন সরকার, শংকর বনিক, রাখাল সরকার, মাওলানা নজরুল ইসলাম, এস এম আনোয়ার হোসেন, জিল্লুর রহমান জিল্লু, মীর কামরুজ্জামান রুবেল, ইমন আহমেদ, সেলিম মিয়া, মামুনুর রশীদ মামুন, মামুন মিয়া, ওয়াহিদ মিয়া প্রমূখ।
বক্তাগণ অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বৃহত্তর সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াছ আলীর সন্ধান দাবী করেন। আলোচনা সভা শেষে জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ্ নোমানের পরিচালায় এক দোয়া মাহফিল অনুষ্টিত হয়।