স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ও শায়েস্তাগঞ্জে পারাবত ট্রেনে ম্যাজেস্ট্রেটের মোবাইল ছিনতাইকালে চয়ন দাস (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সে নরসিংদি জেলার রায়পুরা থানার পিরোজ পুর গ্রামের নারায়ণ দাসের পুত্র। গত সোমবার সকাল ১০ টায় সিলেটগামী পারাবত ট্রেনে নোয়াপাড়া এলাকায় চয়ন ম্যাজেস্ট্রেটের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনে থাক যাত্রীরা তাকে আটক করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। শায়েস্তাগঞ্জ পুলিশের এসআই সাজিদুর রহমান জানান, আটক চয়নকে গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে। আদালত তার ব্যবস্থা নিবেন।